ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু

সাতক্ষীরা প্রতনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২১  
ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু

করোনা মহামারির কারণে দড়ে বছর ধরে বন্ধ থাকার পর রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হলো ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত।

তবে রোববার বিকেল পর্য্ন্ত বাংলাদেশ থেকে কোনো যাত্রী ভারতে প্রবেশ করেননি।  ঠিক একইভাবে ভারত থেকেও কোনো যাত্রী বাংলাদশে আসেননি।  

ভোমরা স্থলবন্দর ইমগ্রিশেনরে ভারপ্রাপ্ত র্কমর্কতা (এসআই) জাহাঙ্গীর বষিয়টি নিশ্চিত করছেনে।

এসআই জাহাঙ্গীর জানান, দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াতের জন্য ইমগ্রিশেনরে পক্ষ থেকে সব ধরণরে প্রস্তুতি নেওয়া হয়েছে।  তবে জানতে না পারার কারণে হোক বা প্রস্তুতরি অভাবেই হোক, রোববার কোনো যাত্রী এই স্থলবন্দরের ইমগ্রিশেন দিয়ে ভারতে বা বাংলাদেশে যাতায়াত করেননি।

করোনা মহামাররি কারণে গত বছররে ২৬ র্মাচ থেকে বন্ধ ছিল ভোমরা স্থলবন্দররে ইমগ্রিশেনের কার্যক্রম।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়