Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৬ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১০ ১৪২৮ ||  ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে অচলাবস্থা অব‌্যাহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১১:০৩, ২২ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে অচলাবস্থা অব‌্যাহত

প্রাইম মুভার (ট্রেইলার), ট্রাক ও কাভার্টভ্যান শ্রমিক-মালিকদের ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দর থেকে দ্বিতীয় দিনের মতো পণ্য পরিবহনে অচলাবস্থা অব্যাহত রয়েছে।

সারাদেশে চলমান ৭২ ঘণ্টার এই ধর্মঘটের ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও ফলপ্রসু কোনো আলোচনা না হওয়ায় কোনো সুরাহা হয়নি।

এদিকে, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছে আমদানি রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ী, সিঅ‌্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্টসহ বন্দর ব্যবহারকারীরা।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

সভাপতি জানান, ১৫ দফা দাবিতে গতকাল সকাল ৬টা থেকে সারাদেশে প্রাইম মুভার (ট্রেইলার), ট্রাক ও কাভার্টভ্যান শ্রমিক-মালিকদের ৭২ ঘণ্টা ধর্মঘট চলমান রয়েছে। এর ফলে চট্টগ্রাম থেকে কোনো ধরনের পণ্য পরিবহন করছে না ট্রেইলার, ট্রাক ও কাভার্টভ্যানগুলো।

শ্রমিক নেতৃবৃন্দ জানান, আজ বুধবার ঢাকায় পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি আদায়ের ব্যাপারে সুরাহা হলে শ্রমিক সংগঠন ধর্মঘট স্থগিত হতে পারে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়