ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৫০ দিনের প্রশিক্ষণ

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২১  
অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৫০ দিনের প্রশিক্ষণ

কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ দিনব‌্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহর সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণের ব‌্যবস্থা  করা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে অ‌ন‌্যান‌্যদের মাঝে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার মাহামুদুল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহনাজ পারভীন, শহর সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, প্রশিক্ষক রমেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জ‌্যোতি আক্তার, তানিয়া আক্তার প্রমুখ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম প্রশিক্ষণে অংশ নেওয়া ৫০ জন হরিজন ও হরিদাস সম্প্রদায়ের সকলকে ধন‌্যবাদ জানিয়ে প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন প্রকার দিক নির্দেশনামূলক বক্তৃতা প্রদান করেন। তিনি বলেন, সমাজে অনগ্রসর জনগোষ্ঠিকে এক কাতারে নিয়ে আসতে এটি সরকারের একটি বিশাল উদ‌্যোগ। শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়া কোনো জাতি উন্নত হতে পারবে না। তাই সবাইকে এ সুযোগটি কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৫০ দিন প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন প্রতিদিন প্রত‌্যক প্রশিক্ষণার্থীকে চারশত টাকা দেওয়া হবে। তাছাড়া, প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর প্রত‌্যককে নগদ ১০ হাজার টাকা ও প্রশিক্ষণ সনদপত্রও দেওয়া হবে।

রুমন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়