ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মানিকগঞ্জে বন্যায় কৃষিখাতে ২৯ কোটি টাকা ক্ষতি

জাহিদুল হক চন্দন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১ অক্টোবর ২০২১   আপডেট: ০৯:০৪, ১ অক্টোবর ২০২১
মানিকগঞ্জে বন্যায় কৃষিখাতে ২৯ কোটি টাকা ক্ষতি

মানিকগঞ্জে চলতি বছরে বন্যায় কৃষিখাতে ২৯ কোটি ২৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বছরের বন্যায় জেলার ৩০ হাজার একশো ২৮ জন আমন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় শাকসবজির বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও শুধুমাত্র আমন ধানে  এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে রোপা ও বোনা আমন চাষিরা লোকসানে পড়েছেন।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছরে ৯ হাজার পাঁচশো ৪০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়। তবে বন্যায় ২ হাজার ছয়শো ৩৫ হেক্টর জমি বন্যায় ডুবে যায়। এরমধ্যে নয়শো ২২ হেক্টর জমির ধান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ১ হাজার সাতশো ১৩ হেক্টর জমির রোপা আমন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে চলতি বছর  ২৭ হাজার একশো ৩৩ হেক্টর জমিতে বোনা আমনের চাষ করা হয়। তবে বন্যায় ৯ হাজার ২০ হেক্টর জমি বন্যায় আক্রান্ত হয়। এরমধ্যে ১ হাজার আটশো হেক্টর জমির বোনা আমন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ৭ হাজার দুইশো ২০ হেক্টর জমির ধান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বানিয়াজুরি এলাকার আমন চাষি বাবর আলী বলেন, ‘প্রতিবছর পাঁচ বিঘা জমিতে আমন ধান চাষ করি। এবারও তিন বিঘা জমিতে বোনা আমন রোপণ করি। তবে বন্যার পানিতে তিন বিঘা আমন ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ২০ হাজার টাকার লোকসানে পড়েছি।’

একই এলাকার গোবিন্দ সরকার বলেন, ‘প্রতিবছর বন্যায় আমন ধান ক্ষতিগ্রস্ত হয়। এ বছরেও ক্ষতিগ্রস্থ হয়েছি। সরকারিভাবে প্রণোদনার পাশাপাশি সহজ কিস্তিতে ঋনের ব্যবস্থা হলে এ ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারতাম।’

শাকরাইল এলাকার চাষী লুৎফর রহমান বলেন, ‘সাত বিঘা জমিতে চারা প্রস্তুত করা থেকে শুরু করে রোপা আমন বপন করা পর্যন্ত দশ হাজার টাকা খরচ হয়েছে । এছাড়া দুই বিঘা জমির জন্য বোনা আমন চাষে বীজ কিনতে আড়াই হাজার টাকা খরচ হয়েছে। চলতি বছর বন্যা হওয়ায় পুরো টাকাই লোকসান।’

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস বলেন, ‘চলতি বছরে বন্যায় শাকসবজি চাষিরা তেমন ক্ষতিগ্রস্থ না হলেও আমন চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। কোনো প্রণোদনা বরাদ্দ হলে নিয়ম অনুযায়ী তাদের তা দেওয়া হবে। এছাড়াও ক্ষতিগ্রস্থ চাষিরা সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন।

মানিকগঞ্জ/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়