ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ৪ অক্টোবর ২০২১  
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা বন্ধ

ফাইল ফটো

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ উপলক্ষে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে সোমবার (৪ অক্টোবর) থেকে ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে। প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন বলবৎ থাকবে।

এ সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে। নজরদারিতে রাখা হয়েছে শহর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশ ধরা বন্ধ থাকায় জেলেদের সমস্যা হবে না। জেলেদের জন্য সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে। এ সময় ইলিশ ধরা বন্ধ থাকলে আগামীতে তারা এর সুফল জেলেরা পাবে।
 

অলোক/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়