ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নলছিটির ৩ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:৩৬, ৮ অক্টোবর ২০২১
নলছিটির ৩ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কাওসার হোসেন সালমান (বামে), রাশেদুল ইসলাম তানভীর (মধ্যে) ও রাইসুল ইসলাম রবিন

ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রলীগের তিন নেতার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ। 

এতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক নলছিটি পৌর ছাত্রলীগের তিন নেতার বহিষ্কার করা হয়েছিলো, তাদের সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন— নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রবিন ও সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম তানভীর। 

২০২০ সালের ৩০ নভেম্বর ওই তিন নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওই তিন নেতা। 

অলোক/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়