ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাগুরায় এবার দেশখ্যাত কাত্যায়নী পূজা হচ্ছে না

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ১৯ অক্টোবর ২০২১  
মাগুরায় এবার দেশখ্যাত কাত্যায়নী পূজা হচ্ছে না

সদ্য অনুষ্ঠিত দুর্গাপূজায় দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনার জেরে প্রতিবাদস্বরূপ এবার মাগুরায় দেশখ্যাত কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে না। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এক সভায় মাগুরা শহর ভিত্তিক কাত্যায়নী পূজা মন্ডপ কমিটির নেতারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 

এসময় মাগুরা জেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। গৃহীত সিদ্ধান্তের সঙ্গে পূজা পরিষদের নেতারা একমত পোষণ করেছেন বলে জানা গেছে।

মাগুরা শহরের ঐতিহ্যবাহী জামরুলতলা কাত্যায়নী পূজা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু বলেন, ‘দেশের অবস্থা বিচার করে এবার মাগুরাসহ জেলার কোথাও কাত্যায়নী পূজা না করার ব‌্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাগুরায় সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। দেশের বাইরে থেকেও অনেক দর্শনার্থী এই পূজায় আসেন। এবার দর্শনার্থীরা সেই পুজা দেখা থেকে বঞ্চিত হবেন। মনে কষ্ট চেপে রেখে বাধ্য হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ও জামরুলতলা কালী পূজা কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু বলেন, ‘দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণেই এবার মাগুরা জেলার কোথাও কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হবে না। আমরা শুধুমাত্র ঘট পূজা করব।’

একে বিষয়টি জানাজানি হওয়ার পর সাধারণ মানুষ হতাশ হয়েছেন। শহরের চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা অলকেশ কুন্ডু বলেন, ‘এটা আমাদের জন্য খুব কষ্ট ও দুঃখের।’

শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার বলেন, ‘যদিও এটা অত্যন্ত কষ্টের তারপরেও জেলা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে আমরা একমত পোষণ করছি।’

উল্লেখ্য, কাত্যায়নী পূজা মাগুরার একটি অন্যতম ঐতিহ্য। দেশ-বিদেশের লাখ লাখ দর্শনার্থী এই পূজা উপভোগ করতে মাগুরাতে আসেন। এবার দেশের পরিস্থিতি বিবেচনায় ঐতিহ‌্যবাহী এই কাত‌্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে না।

শাহীন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়