ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফজরের নামাজ পড়া হলো না লুৎফর রহমানের

পাবনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১২:২৪, ২৫ অক্টোবর ২০২১
ফজরের নামাজ পড়া হলো না লুৎফর রহমানের

পাবনার ঈশ্বরদীতে মসজিদে ফজরের নামাজ পড়তে যাবার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লুৎফর রহমান ওরফে মুক্তার (৬৮) নামের এক বৃদ্ধ।

সোমবার (২৫ অক্টোবর) ভোর ৫টায় পাকশী-পাবনা সড়কের চররুপপুর জিগাতলা মোড়ে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃদ্ধ লুৎফর রহমান ওরফে মুক্তার (৬৮) ঈশ্বরদী উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের ছেলে। তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মুক্তার নিজ বাড়ি থেকে ভোরে ফজরের নামাজ পড়ার জন্য চররুপপুর জিগাতলা জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কে চলাচলরত কোনো যানবাহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ভোরের অন্ধকার এবং কোনো লোকজন তখন রাস্তায় না থাকায় কোন যানবাহন তাকে ধাক্কা দিয়েছে কেউ সেটি নিশ্চিত করতে পারেনি।

অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়