ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভারতীয় সীমান্ত থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সমগ্রী জব্দ

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ২ নভেম্বর ২০২১  
ভারতীয় সীমান্ত থেকে বিপুল পরিমাণ চিকিৎসা সমগ্রী জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর থানার ১ নম্বর উত্তর বংশীকুন্ডায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চিকিৎসা সমগ্রী জব্দ করেছে বিজিবি।  সোমবার (১ নভেম্বর) রাতে চিকিৎসা সমগ্রী আটক করা হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান নেত্রকোণা বিজিবির ব্যাটালিয়ন-৩১-এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ভারতীয় সীমান্তবর্তী বংশীকুন্ডা ইউনিয়নে মোহনপুর বিওপিতে অবস্থান নেয়। এ সময় তারা চোরাকারবারীদের ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে। বিজিবি সদস্যরা তাদের ধরতে এগিয়ে গেলে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিকিৎসা সামগ্রী জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, জব্দ করা চিকিৎসা সমগ্রীর আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ ৫৬ হাজার ৩১০ টাকা। 

দেবল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়