ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪ হাজার ৮০ কেজি রাবারসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২ ডিসেম্বর ২০২১  
৪ হাজার ৮০ কেজি রাবারসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মধুপুর থেকে চার হাজার ৮০ কেজি কাচা রাবারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২ ডিসেম্বের) ভোরে উপজেলার টেংরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি সকালে র‌্যাব-১২ এর ৩ নম্বরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হচ্ছে—মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার হরিপত চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (২০) ও কাজীপাড়া এলাকার মো. হোসেন মণ্ডলের ছেলে মো. শামীম মণ্ডল (১৮)।

কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেংরী সাকিনের মধুপুর হইতে আলোকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি কার্গো ট্রাকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে সরকারি রাবার বাগান হতে চুরি হওয়া অপরিশোধিত কাঁচা রাবার ৪ হাজার ৮০ কেজি (যার মূল্য আনুমানিক ৮ লাখ ১৬ হাজার টাকা) জব্দ করা হয়। আসামিরা মধুপুর থানা এলাকার সরকারি রাবার বাগান হতে অবৈধভাবে অপরিশোধিত কাঁচা রাবার বহুদিন ধরে চুরি করিয়া মজুদ করে বিভিন্ন জায়গায় কার্গো ট্রাকে করে নিয়ে বিক্রয় করে। পরে তাদের বিরুদ্ধে মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা দায়ের করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

কাওছার/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়