ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জেঁকে বসা শীতে কাঁপছে উপকূলীয় জনপদ

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:০৭, ২৪ ডিসেম্বর ২০২১
জেঁকে বসা শীতে কাঁপছে উপকূলীয় জনপদ

পৌষের জেঁকে বসা শীতে কাঁপছে পটুয়াখালীর উপকূলীয় জনপদ। ঘন কুয়াশার সঙ্গে মৃদু হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে শহর ও গ্রামসহ চরাঞ্চলের জনজীবনে। ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। 

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

শীতের দাপটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। 

অপরদিকে শীতার্ত মানুষের পাশে এখনো দাঁড়ায়নি কোন সরকারি কিংবা বেসরকারি উন্নয়ন সংস্থা। তবে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব তার ব্যক্তিগত উদ্যোগে কিছু কম্বল হতদরিদ্রদের মাঝে বিতরণ করেছেন। 

এদিকে জেলার সকল উপজেলা হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।

কলাপাড়া পৌরশহরের হ্যালিপ্যাড মাঠে কথা হয় দিনমজুর রহিম মিয়ার সঙ্গে। তিনি জানান, শীতে শরীর ব্যাকা হয়ে যাচ্ছে। তাই আগুন জালিয়ে আমরা কয়েকজন শীত নিবারণের চেষ্টা করছি। রিকশাচালক সিদ্দিক মিয়া জানান, আগে গভীর রাত পর্যন্ত রিকশা চালিয়েছি। এখন সন্ধ্যার পর রিকশা চালানো দায়। তাই ইনকাম কিছুটা কমেছে। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই এলাকায় বেশ কয়েকদনি ঘন কুয়াশা বিরাজ করতে পারে। 

ইমরান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়