ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘চেয়ারম্যানের দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন’

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:৪৫, ২৮ ডিসেম্বর ২০২১
‘চেয়ারম্যানের দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন’

বানিজ্য মন্ত্রী টিপু মুনশি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজকে সমানভাবে এগিয়ে নিতে শহর থেকে গ্রামে পর্যায়ের প্রতিটি জনপ্রতিনিধিদের ভূমিকাও অপরিসীম। তাই আপনারা যারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তাদের অবশ্যই আগামী পাঁচ বছর সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের শপথ গ্রহণ পরবর্তী কার্যক্রম সূচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম শোভন, ইটাকুমারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার, অন্নদানগর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।

আমিরুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়