ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফাঁদে ফেলে অর্থ আদায়, পুলিশ কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ৫ জানুয়ারি ২০২২  
ফাঁদে ফেলে অর্থ আদায়, পুলিশ কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

রংপুরে ফাঁদে ফেলে সাধারণ মানুষদের জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় এবার এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর ঠিকাদার পাড়া বিকন মোড় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ওই নারীর নাম কানিজ ফাতিমা আনিসা (৩৬)। তার স্বামীর নাম হাবিবুর রহমান। তিনি পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত বলে জানা যায়।

আনিসাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী। তিনি বলেন, ‘সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় ও টর্চারসেলে নির্যাতনের অভিযোগে ২ জানুয়ারি রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় এলাকার বাড়ি থেকে শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী আসমানী আক্তারকে (২৪) গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে কানিজ ফাতিমা আনিসার নাম উঠে আসে।’

পরে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে বিকন মোড় এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

আমিরুল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়