ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নির্বাচনে হেরে পুলিশের ওপর হামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৬ জানুয়ারি ২০২২   আপডেট: ২২:০৬, ৬ জানুয়ারি ২০২২
নির্বাচনে হেরে পুলিশের ওপর হামলা

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলায় বাঁধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে ঝিলিম ইউনিয়নের হোসেনডাইং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার অনুষ্ঠিত ভোটে ঝিলিম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী শরিয়ত আলী। নির্বাচনে হেরে পরাজিত প্রার্থী মনিরুল ইসলাম মনি ও আব্দুল কুদ্দুস সেরাতাল ও তাদের সমার্থকরা বিকেলে বিজয়ী প্রার্থীর বাড়িতে হামলা চালায়।

পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় পরাজিত দুই প্রার্থীর লোকজন পুলিশের ওপর পাল্টা হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্যে আহত হন। পুলিশের ওপর হামলার খবর পেয়ে আরও কয়েকটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়ী প্রার্থী শরিয়ত আলী জানান, পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকরা আমার বাড়িতে হামলা চালালে আমি ৯৯৯ কল দিয়ে বিষয়টি অবগত করি। পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পুলিশের ওপরও হামলা চালায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এর মধ্যে ২ জন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থা গুরতর।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। বাকী হামলাকারীদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

মেহেদী/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়