ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাঁদপুরে মেরিন টেকনোলজিতে হামলা, পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ০৮:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২
চাঁদপুরে মেরিন টেকনোলজিতে হামলা, পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

বহিরাগতদের হামলার প্রতিবাদে চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা পরীক্ষা (মিডটার্ম) বর্জনের ঘোষণা দিয়েছেন। রোবরার (২৭ ফেব্রুয়ারি) তারা এই ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার ও শনিবার কয়েকজন বহিরাগত ক্যাম্পাসে মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ৮ থেকে ১০ জন শিক্ষার্থী ও একজন স্টাফ আহত হন। এর প্রতিবাদে তারা পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ক্যাম্পাসের বাইরে পুলিশের টহল বাড়ানো হয়েছে। অধ্যক্ষের সঙ্গে কথা বলে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার শাখাওয়াত উল্লাহর সঙ্গে টেলিফোনে একাধিকাবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অমরেশ/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়