ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৭, ২৩ মার্চ ২০২২  
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহি লঞ্চডুবিতে নিখোঁজদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে বন্দর উপজেলা প্রশাসন। লঞ্চডুবির ঘটনায় তিনদিনের অভিযানে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪ জন নারী, ৪ জন পুরুর ও ৩ জন শিশু রয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় লঞ্চ দুর্ঘটনাস্থলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদ্রত এ খোদা লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, ‘নিখোঁজের তালিকায় জোবায়ের হোসেন নামের এক জন ছিল। এই নিখোঁজ ব্যক্তির পরিবারের কাউকে পাওয়া না যাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।’

এসময় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন উপস্থিত ছিলেন।

দুর্ঘটনার প্রথম দিন ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় দিনে ২ জন এবং মঙ্গলবার তৃতীয় দিনে ৩ জনের মরদেহসহ মোট ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— ১. জয়নাল ভূইয়া (৫০), ২. সাফয়াত হোসেন (১৫ মাস), ৩. আরিফা বেগম (৩৫), ৪. স্মৃতি (১৯), ৫. উম্মে খায়রুন ফাতেমা (৪০), ৬. সালমা (৩০), ৭. ফাতেমা (৭), ৮. জিয়া উদ্দিন রিমন (৩০), ৯. আব্দুল্লাহ আল জাবের (৩২), ১০. আরোহী (সাড়ে ৩ বছর) ও ১১. মোসলেম উদ্দিন হাতেম (৬০)।

উল্লেখ্য, গত ২০ মার্চ দুপুর দুইটায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চটি। পথে সৈয়দপুর আলামিন নগর এলাকায় লঞ্চটি আসলে পিছন থেকে এমভি রূপসী-৯ কার্গো জাহাজ ধাক্কা দেয়। এসময় যাত্রীবাহি লঞ্চটি ডুবে গেলে অধিকাংশ যাত্রী সাঁতরে নদীর তীরে আসলেও আনুমানিক ১৫ জন যাত্রী নিখোঁজ ছিল। পরে দুপুর তিনটা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। রাতে মুন্সিগঞ্জের গজারিয় নদী থেকে ঘাতক কার্গো জাহাজটি আটক করে। এসম জাহাজের চালাক, সুকানি, লস্করসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পরদিন বিআইডাব্লিউটিএ বাদী হয়ে নৌ নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। পুলিশ গ্রেপ্তারকৃত ৮ জনকে ৭ দিনের রিমান্ড আবেদন করে পাঠালে শুনানি শেষে প্রত্যেক আসাসির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাকিব/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়