ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যাত্রীদের শিমুলিয়া ঘাট পারাপার নিশ্চিতে বিশেষ সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৬ এপ্রিল ২০২২  
যাত্রীদের শিমুলিয়া ঘাট পারাপার নিশ্চিতে বিশেষ সভা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌ-রুট। এই নৌ-রুট দিয়ে আসন্ন ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন নিরাপদে পারাপার করার বিষয়ে সিদ্ধান্ত নিতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজের হল রুমে সভার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল সভায় সভাপতিত্বে করেন। 

এ সময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, শিমুলিয়া নদী বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসাইন, বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম, মাওয়া নৌপুলিশের ইনর্চাজ আবু তাহের মিয়া, লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাউর রহমান আতাহার ব্যাপারী, স্পিডবোট ঘাটের ইজারাদার সালাউদ্দিন আহম্মেদ, ফেরী ঘাট ও ট্রলার ঘাটের ইজারাদার হানিফ মাদবরসহ শিমুলিয়া ঘাট সংশ্লিষ্টরা।

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়