ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৯ মে ২০২২  
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় তারেক রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মে) দুপুরে উপজেলার আজুগড়া বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত তারেক চৌহালী উপজেলার চাঁদপুর উত্তর পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানায় বালুবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটির চালক তারেক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তারেককে উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজে অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম জানান, তারেকের লাশ হাসপাতালে রয়েছে।

অদিত্য/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়