ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এক রাতে চার ঘেরে বিষ: ১৫ লাখ টাকার ক্ষতি 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১৯ মে ২০২২   আপডেট: ১৭:৪০, ১৯ মে ২০২২
এক রাতে চার ঘেরে বিষ: ১৫ লাখ টাকার ক্ষতি 

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের বিরুদ্ধে  চারটি ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ১৫ লাখ টাকার বিভিন্ন জাতের সাদা মাছ ও চিংড়ির ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষিদের। 

বুধবার (১৮ মে) রাতের কোনো এক সময়ে উপজেলার রাজপাট ও দারিয়ালা গ্রামে এ  ঘটনা ঘটে। 

মাছ চাষি হারুণ শেখের চাচাতো ভাই তোতা শেখ বলেন, ‘আমার ভাই হারুণ শেখ অসুস্থ থাকার সুযোগে রাতের কোন এক সময় কে বা কারা শত্রুতামূলকভাবে ঘেরে বিষ দিয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকালে ঘেরে গিয়ে মরা মাছ ভাসতে দেখেছি। আমার ভাইয়ের ৮ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে।’  

এছাড়া একই এলাকার আশকর শেখ, আহাদ সিং ও দারিয়ালা গ্রামের অহিদ শিকদারের ঘেরেও বিষ দেওয়ার ঘটনা ঘটে। এতে ওই সব মাছ চাষিদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোল্লাহাটে এ নিয়ে গত দুই মাসের ব্যবধানে ১৬ জন মাছ চাষির ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটলো। এতে কোটি টাকার বেশি মাছ মারা গেছে। 

টুটুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়