ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ৫ জুন ২০২২  
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

চাল, ডাল ও তেলসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম  কমানোসহ কয়েক দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। 

রোববার (৫ জুন) দুপুরে সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক সমিতি এবং বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে ভূমিহীনদের ভূমি বরাদ্ধ, কৃষি ক্ষেত্রে ভর্তুকি বাড়ানোসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

সমাবেশে উপস্থিত ছিলেন- সাম্যবাদী আন্দোলনের জেলা যুগ্ম-সম্পাদক গোলাম রব্বানি, কৃষক নেতা জমিরউদ্দিন, আবুল কাশেম, সাম্যবাদী আন্দোলনের অধ্যাপক রোকেয়া বেগম, ক্ষেত মজুর ও কৃষক সমিতির সদস্য শাহাদাত হোসেন প্রমুখ।

দয়াল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়