ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা 

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ১২ জুন ২০২২  
ঝিনাইদহে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা 

ঝিনাইদহে পৌরসভার নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থী সংবাদ সম্মেলনে মডেল পৌরসভা গড়ার শপথ নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এ সময় তিনি প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থকরা তার প্রচারে বাধা ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ করেন। 

রোববার (১২ জুন) দুপুরে ঝিনাইদহ শহরে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্য তিনি জানান, গত ১৫ মে আমার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও সর্বশেষ গত ১ জুন ধোপাঘাটা নতুন ব্রিজের সামনে গণসংযোগ করার সময়ে নৌকা প্রতীকের লোকজনের হামলায় তিনি ও তার ভাই পিপুলসহ ১০ জন কর্মী সমর্থক আহত হন। তিনি চিকিৎসা শেষে গতকাল ঝিনাইদহে ফিরে গণসংযোগ শুরু করেছেন।

তিনি প্রতিপক্ষরা তার কর্মী সমর্থকদের ভয়-ভীতি, প্রচারে বাধাদান ও পোষ্টার ছিড়ে ফেলছে বলেও অভিযোগ করেন। তবে এ নির্বাচন সুষ্ঠু হবে বলে তিনি মনে করেন। 

১৫ জুন নির্বাচনে তিনি জয়ী হলে পৌরসভাকে আধুনিকীকরণ, মানুষের সকল প্রকারের সেবা, মাদক, সন্ত্রাস মুক্তসহ সকল নাগরিকদের সাথে নিয়ে ডিজিটাল পরিচ্ছন্ন শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

সংবাদ সম্মেলনে তার কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। 

রাজিব/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ