ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পটুয়াখালীতে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন 

পটুয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১৫ জুন ২০২২   আপডেট: ১০:০২, ১৫ জুন ২০২২
পটুয়াখালীতে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন 

উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর ৩ উপজেলার ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। 

যেকোন ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে ৭২টি ওয়ার্ডের ৮২টি কেন্দ্রে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ১২ জন করে পুলিশ সদস্য ও ১৮ জন করে আনসার সদস্য, পুলিশের ২২টি মোবাইল টিম, ১৬টি র‌্যাবের টিম, ৪ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

তিন উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৪৯ জন। এতে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী, ২৯১ জন সাধারণ ইউপি সদস্য প্রার্থী ও ১০১ জন সংরক্ষিত নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, এখন পর্যন্ত কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হবে। 

ইমরান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়