চট্টগ্রাম নগর জুড়ে জলবদ্ধতা, ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে শহরের প্রধান সব সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে কোমড় সমান পানিতে তলিয়ে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িও।
এদিকে নগরীর লালখান বাজার প্রান্ত থেকে ফ্লাইওভারে উঠার সুযোগ থাকলেও বহদ্দার হাট প্রান্তে পানির কারণে মূল সড়কে নামতে পারছে না ছোট বড় অসংখ্য গাড়ি। ফলে আখতাররুজ্জামান ফ্লাইওভারের আটকা পড়েছে শত শত গাড়ি।
আখতারুজ্জামান ফ্লাইওভারে আটকে থাকা একটি কাভার্টভ্যানের চালক ফরহাদ সোমবার (২০ জুন) রাইজিংবিডিকে বলেন, ‘মুরাদপুর দুই নম্বর গেইট এলাকায় প্রধান সড়কটিতে পানি। ফলে ফ্লাইওভারে যাওয়ারর চেষ্ঠা করি। ফ্লাইওভারে উঠেই বিপাকে পড়েছি। এখানে আমার মতো শত শত গাড়ি আটকা। বহদ্দার হাটে পানির কারণে ফ্লাইওভার থেকে নামা যাচ্ছে না।’
ৎনগরীরর চান্দগাঁও এলাকার বাসিন্দা ব্যাংকার মারুফ মইন বলেন, ‘অফিস থেকে গাড়ি নিয়ে বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম। কিন্তু বহদ্দার হাটের আগে আমার গাড়ি রীতিমতো পানিতে ডুবে গেছে।’
এদিকে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘রোববার (১৯ জুন থেকে হওয়া বৃষ্টির কারণে তার বাড়িটিও প্রায় কোমড় সমান পানিতে তলিয়ে আছে। বাড়ির সামনের উঠোন, গ্যারেজ এবং গাড়ি সবকিছুই পানির নিচে। বাড়ির সামনের সড়কেও কোমড় পানি।’
রেজাউল/ মাসুদ
আরো পড়ুন