টাঙ্গাইলে তলিয়ে গেছে ৬৩০০ হেক্টর জমির ফসল
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

টাঙ্গাইলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। বর্তমানে যমুনাসহ তিন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
এদিকে এ জেলার ৭টি উপজেলার ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে।
বুধবার (২২ জুন) পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সকাল ৯টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কৃষি বিভাগ জানায়, টাঙ্গাইল সদর উপজেলা, বাসাইল, নাগরপুর, কালিহাতী, ভুঞাপুর, গোপালপুরসহ সাতটি উপজেলায় আউশ, পাট, তিল, বুনা আমনের প্রায় ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। পানি আরো বৃদ্ধি পেলে আরো জমি তলিয়ে যাবে।
কৃষি সম্প্রসাধরণ অধিপ্তরের উপ-পরিচালক আহসানুল বাশার বলেন, ‘যদি এক সপ্তারের মধ্যে পানি নেমে যায় তাহলে আংশিক ক্ষতি হবে। তবে পানি সরে গেলে সঠিক ক্ষতির পরিমাণ জানা যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।’
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘জেলার বন্যা পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছ। কিছু কিছু এলাকায় নদী ভাঙনও দেখা দিয়েছে। নদী ভাঙন রোধে যেসব জায়গায় কাজ করা প্রয়োজন তা করা হচ্ছে।’
কাওছার/ মাসুদ
আরো পড়ুন