ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নদী থেকে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২২ জুন ২০২২  
নদী থেকে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন 

পাবনার চরতারাপুরের পদ্মা নদী থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। 

বুধবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, আব্দুল্লাহ সরদার, সাইফুল বিশ্বাস, ওসমান প্রমানিক প্রমুখ।

বক্তারা বলেন, প্রভাবশালী একটি মহল ইজারা নিয়ে পদ্মা নদীর বিভিন্ন জায়গা থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করছে। এতে শতশত বিঘা সফলি জমি নদী ভাঙনের ঝুঁকির মধ্যে পড়েছে। তাই দ্রুত সময়ে মধ্যে নদী থেকে বালি উত্তোলন বন্ধ করতে হবে। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়