ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নদী ভাঙন: নিরাপদ দূরত্বে ঘর বাঁধছেন পদ্মা পাড়ের বাসিন্দারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২৬ জুন ২০২২   আপডেট: ১১:৩১, ২৬ জুন ২০২২
নদী ভাঙন: নিরাপদ দূরত্বে ঘর বাঁধছেন পদ্মা পাড়ের বাসিন্দারা

নদী ভাঙন থেকে বাঁচতে মনোহরপুরে অনেক বাসিন্দা নিজেদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছেন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মার ভাঙন থেকে বাঁচতে নিরাপদ দূরত্বে ঘর বাঁধছেন নদী পাড়ের বাসিন্দারা। গত কয়েকদিন থেকে উপজেলার দুর্লভপুরের মনোহরপুর এলাকার পদ্মা নদীতে পানি বাড়ায় আবাদি জমিসহ বাসিন্দাদের ভিটামাটিতে ভাঙন ধরেছে। 

জানা গেছে, পদ্মা পাড়ের মনোহপুরের কুপপাড়া মহল্লায় ভাঙন দেখা দেওয়ার কারণে প্রায় শতাধিক পরিবার মুন্সিপাড়া, ড্যাইসা পাড়া, তারাপুর এলাকায় নিজেদের ঘর বাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন। যথা সময়ে ভাঙন রোধ করা না গেলে মনোহপুরের ক্যাঠ্যা পাড়া মহল্লাটিও হুমকির মুখে পড়বে। এছাড়াও সেখানকার শতশত বিঘা আবাদিজমি, স্থাপনা, আর কয়েকটি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও হুঁমকির মুখে আছে।

মনোহপুরের কুপপাড়া মহল্লার সোহরাব আলী বলেন, 'পৈত্রিক সম্পত্তিগুলো আস্তে আস্তে পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। এ এলাকায় ছাড়া আর আমার কোথাও জায়গা জমি নাই। কোথায় যাবো, কোথায় থাকবো। পরের ধানি জমিতে ঘর তুলেছি। এ জমির মালিক এখন কিছু না বললেও, একেবারের জন্য তো আর জায়গা ছেড়ে দেবে না।'

ভাঙনের কবল থেকে বাঁচতে বাড়ি ভেঙে মুন্সিপাড়ায় ঘর তুলেছেন তবজুল। তিনি আক্ষেপ করে বলেন, 'এ এলাকায় নদী ভাঙন নতুন কিছুই না। এর আগেও কয়েকবার ভাঙন থেকে বাঁচতে ভিটামাটি ছেড়েছি। আর কতোবার এলাকা ছাড়লে, কর্তৃপক্ষের নজরে আসবে। আর কতো ভোগান্তি পোহাতে হবে আমাদের। এমন করে চলতে থাকলে জীবনে আর সুখে থাকা হবে না।'

মনোহপুরের বাসিন্দা শিমুল বলেন, ‘নদী ভাঙনে মনোহপুর এলাকাটি দিনদিন ছোট হচ্ছে। আবাদি জমি কমে যাচ্ছে। এখন নদী ভাঙন না রুখলে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হুঁমকির মুখে পড়বে।'

মনোহরপুর এলাকার মেম্বার আনারুল বলেন, ' পদ্মায় পানি বাড়ছে, নদীও ভাঙছে। পদ্মার ভাঙন থেকে রেহাই পেতে পদ্মা পাড়ের বাসিন্দারা সরে গিয়ে আশপাশের এলাকা গুলোতে ঘর তুলেছেন।’ 

জানা গেছে, পদ্মায় প্রায় ৩৫ কিলোমিটার জুড়ে নদী ভাঙন হয়। প্রায় ২৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। বাকি প্রায় ১০ কিলোমিটার জুড়ে বাঁধ নির্মাণ করলে নদী ভাঙন থেকে স্থায়ী সমাধান পাবে পদ্মা পাড়ের বাসিন্দারা।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ‘নদী ভাঙন এলাকায় বাঁধ নির্মাণের জন্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। প্রকল্পটি পাশ হলে, কাজ শুরু হবে।’

মেহেদী/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়