কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। কেজিপ্রতি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমার কারণে দাম বেড়েছে কাঁচা মরিচের। কিন্তু হঠাৎ দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় হিলি বাজার ঘুরে জানা যায়, আগের দিন সবজি বাজারে কাঁচা মরিচের দাম ছিলো ১২০ টাকা। একদিন পর তা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা মিজানুর রহমান বলেন, প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েই চলেছে। আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। বাজার নিয়মিত মনিটরিং না হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী দাম বৃদ্ধি করে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি না হওয়ার কারণে মোকামগুলোতে বেশি দামে মরিচ বিক্রি করছেন কৃষকরা। আমরা ব্যবসায়ীরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। এসব কাঁচা মরিচ আমরা পাঁচবিবি জয়পুরহাট থেকে কিনে আনছি।
মোসলেম/টিপু