ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাউন্সিলর নির্বাচিত হয়ে ঘোড়ার গাড়িতে চড়ে শোভাযাত্রা

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ২৮ জুলাই ২০২২  
কাউন্সিলর নির্বাচিত হয়ে ঘোড়ার গাড়িতে চড়ে শোভাযাত্রা

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে টানা পঞ্চম বারের মতো নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান বাচ্চু। বুধবার (২৭ জুলাই) পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত হওয়ায় ভোটারদের কৃতজ্ঞতা জানাতে ঘোড়ার গাড়িতে চড়ে এলাকা ঘুরেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ঘোড়ারগাড়িতে চড়ে নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সয়ম শতাধিক মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে বিজয় শোভাযাত্রা করেন।

আরো পড়ুন:

উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ৬নং ওয়ার্ডে ১৭১৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এরমধ্যে আনিছুর রহমান বাচ্চু টেবিলল্যাম্প মার্কায় ৯১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মাসুদ রানা ডালিম মার্কায় ৩৫০ ভোট পেয়েছেন। 
 

শামীম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়