ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাছ থেকে সাইনবোর্ড ও পেরেক তোলার অভিযান হিলি পৌরসভার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১৯ অক্টোবর ২০২৫  
গাছ থেকে সাইনবোর্ড ও পেরেক তোলার অভিযান হিলি পৌরসভার

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার বিভিন্ন সড়কের গাছ ব্যানার, সাইনবোর্ড ও পোস্টারে ঢেকে যাওয়ায় পরিবেশের ক্ষতি এবং নান্দনিকতার অবনতি ঘটছে দীর্ঘদিন ধরে। এ পরিস্থিতি মোকাবিলায় পৌর প্রশাসকের নির্দেশে ব্যানার-সাইনবোর্ড অপসারণে মাঠে নেমেছে পৌর প্রশাসন।

রবিবার (১৯ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক সাব্বির হোসেনের নেতৃত্বে পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষা অভিযান চলে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পরিচালিত এ অভিযানে হাকিমপুর উপজেলা চত্বর, হিলি বাজার, সরকারি কলেজ মোড়, বাসস্ট্যান্ড এলাকা, রেলস্টেশন রোডসহ শহরের বিভিন্ন সড়ক থেকে গাছের গায়ে পেরেক লাগানো ব্যানার, সাইনবোর্ড ও পোস্টার অপসারণ করা হয়।

আরো পড়ুন:

অভিযান চলাকালে গাছের কাণ্ড ক্ষতিগ্রস্ত করা এবং পেরেক ঠুকে ব্যানার টাঙানো পরিবেশবিরোধী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়।

হিলি পৌর প্রশাসক সাব্বির হোসেন বলেন, ‘‘গাছ আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। অথচ গাছের গায়ে পেরেক ঠুকে সাইনবোর্ড ও ব্যানার ঝুলানো হচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবিরোধী। জেলা প্রশাসকের নির্দেশে আজ থেকে এই অভিযান শুরু হয়েছে এবং এ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।’’ 

তিনি আরো বলেন, ‘‘পৌর এলাকার সৌন্দর্য পুনরুদ্ধার ও পরিবেশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। কেউ যেন গাছের ক্ষতি করে পুনরায় ব্যানার বা সাইনবোর্ড না ঝুলাতে পারে, সেজন্য নিয়মিত তদারকি করা হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’ 

পৌর প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম নিয়মিত করার দাবি জানান।

ঢাকা/মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়