ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিশ্ব পরিস্থিতিতে দেশের মানুষকে একটু কষ্ট করতে হবে’ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ৩ আগস্ট ২০২২   আপডেট: ১৬:৪২, ৩ আগস্ট ২০২২
‘বিশ্ব পরিস্থিতিতে দেশের মানুষকে একটু কষ্ট করতে হবে’ 

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশের মানুষকে একটু কষ্ট করতে হবে। তবে দেশে হাহাকার, চরম সংকট এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না।’ 

বুধবার (৩ আগস্ট) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে সারের দাম কমলে বাংলাদেশেও সারের দাম কমবে। সারের দাম বাড়ানোয় খাদ্য উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’

তিনি আরও বলেন, ‘গত দুই আড়াই বছর ধরে এ বিষয়টি (সারের দাম বাড়ানো) নিয়ে চিন্তা ভাবনা চলছিলো। বিশ্ব বাজারে এক কেজি সারের দাম ৮১ টাকা। সেই সার ভর্তুকি দিয়ে দেশে ১৬ টাকায় বিক্রি হতো। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ হলে সারের দাম কমবে। তখন আমাদের এখানেও কমবে। কৃষকরা ইউরিয়া সার বেশি ব্যবহার করে। সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য আনার জন্য সারের দাম কিছুটা বাড়ানো হয়েছে। ড্যাপ ব্যাবহার করলে খাদ্য উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতিতে সমস্যা তৈরি হয়েছে। এই সংকটে ঘোলা পানিতে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বিএনপি। তাদের লক্ষ্য রাজনৈতিক লাভ নেওয়া। বাংলাদেশের মানুষ খুব সচেতন। বিএনপির দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। বিএনপি যা বলছে বর্তমানে দেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিশ্বের উন্নত দেশ গুলোতেও মুদ্রাস্ফীতি হচ্ছে। তাই দেশের মানুষকে একটু কষ্ট সহ্য করতে হবে। দেশে কোন দুর্ভিক্ষ হবে না।’

কর্মশালায় অন্যদের মধ্যে কৃষি সচিব মো. সায়েদুর ইসলাম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিনুল উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও কর্মাচারীরা উপস্থিত ছিলেন। 

স্বপন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়