ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পঁচা খাবার বিক্রি, ৪ রেস্তোরাঁকে জরিমানা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১৬ আগস্ট ২০২২  
পঁচা খাবার বিক্রি, ৪ রেস্তোরাঁকে জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকের কাছে পঁচা ও বাসি খাবার বিক্রির দায়ে চার রেস্তারাঁ মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে কুয়াকাটা পৌর শহরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট ছেনমং রাখাইন। অভিযানে ট্যুরিস্ট পুলিশ সহায়তা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঁচা বাসি খাবার বিক্রির দায়ে কুয়াকাটা পৌর শহরের আল মদিনা হোটেল এন্ড রেস্তোরাঁর মালিক আলমগীর হোসেনকে ৩০ হাজার টাকা, বৈশাখী রেস্তোরাঁ এন্ড বিরিয়ানী হাউজের মালিক ইমামকে ২০ হাজার টাকা, যমুনা হোটেল এন্ড রেস্তোরাঁ মালিক ওলি আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পটুয়াখালী জয় হোটেল এন্ড রেস্তোরাঁর মালিক গনেস দাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

ম্যাজিষ্ট্রট ছেনমং রাখাইন জানান, কুয়াকাটা ঘুরতে এসে কোনো পর্যটক যাতে প্রতারিত না হয় সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়