বাঘাইছড়িতে দুই পক্ষের গোলাগুলি
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাঙামাটির দুর্গম উপজেলা বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (সন্তু) নামে দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে দুই পক্ষের এ সংঘর্ষ এক ঘণ্টার মতো চলে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল দুর্গম হওয়ায় হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ইউপিডিএফের মুখপাত্র অংগ মারমা বলেন, ‘কোনো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। আমাদের কেউ হতাহতও হয়নি। আসলে সামাজিক যোগযোগ মাধ্যমে এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’
বাঘাইছড়ি থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, জনপ্রতিনিধি এবং স্থানীয়দের মাধ্যমে গোলাগুলির সংবাদ পেয়েছি। সংবাদ পাওয়ার পর পুলিশ এবং নিরাপত্তবাহিনীর একটি টিমসহ ঘটনাস্থলে আছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো মৃতদেহের সন্ধান পায়নি।
বিজয় ধর/ মাসুদ
আরো পড়ুন