ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পিরোজপুরে বিএনপির ৩০ নেতাকর্মী আহত

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৩১ আগস্ট ২০২২  
পিরোজপুরে বিএনপির ৩০ নেতাকর্মী আহত

পিরোজপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতারা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

বুধবার (৩১ আগস্ট) দুপুরে নেছারাবাদে এই ঘটনা ঘটে। 

এদিকে দলীয় কার্যক্রমে হামলার প্রতিবাদে জেলা বিএনপি’র উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।   

স্থানীয়রা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেছারাবাদ উপজেলা  ও  পৌর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।  এতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক  মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ বিএনপির ৩০ নেতা-কর্মী আহত হন। 

হামলায় আহত জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক  মারুফ হাসান বলেন, ‘বুধবার  দুপুর ১২টার দিকে আমরা ট্রলার যোগে মিয়ারহাট থেকে স্বরূপকাঠীতে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলাম। স্থানীয় ট্রলার ঘাটে পৌঁছলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও  যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে আমরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও তারা আমাদের ওপর  হামলা চালায়।’

স্বরূপকাঠী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম মিজান বলেন, ‘স্বরূপকাঠী বিএনপি অফিসে বিক্ষোভ সমাবেশ চলাকালে স্থানীয়  ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে দেয়। পরে আমরা মিয়ার হাটে গিয়ে কর্মসূচী পালন করি।’ 

এ ব্যাপারে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, ‘হামলার কোনো তথ্য আমার জানা নেই। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। বিএনপি’র দলীয় কার্যালয়ে একটি কর্মসূচী ছিলো যা শান্তিপূর্নভাবে শেষ হয়েছে।’ 

তাওহিদুল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়