ভাড়া বাসায় মিলল স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৯:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। ওই ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- রবিউল (৪০) ও আয়েশা বেগম (৩০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এক মাস আগে ভাড়াটিয়া হিসেবে তারা ওই ফ্ল্যাটে উঠেন। আজ তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।’
রাকিব/কেআই
আরো পড়ুন