ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুড়িগ্রামে আত্মহত্যা করতে চাওয়া নারীর জীবন বাঁচাল পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৭:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২২
কুড়িগ্রামে আত্মহত্যা করতে চাওয়া নারীর জীবন বাঁচাল পুলিশ

কুড়িগ্রামে এক নারী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করবেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ওই নারীর বাড়িতে ছুটে যায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এতে বেঁচে যান ওই নারী। পরে তাকে কাউন্সেলিং করে পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে রেখে আসে পুলিশ।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে শহরের পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে। 

এর আগে ওই নারী ফেসবুকে স্ট্যাটাস দেন: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। আমার পরিবার আমার পুরো জীবনটাকে শেষ করে দিয়েছে। তারাই দায়ি আমার মৃত্যুর জন্য।’

পুলিশ জানায়, ওই নারীর দুটি বিয়ে হলেও ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে বাবার বাড়িতেই থাকেন তিনি। জীবন নিয়ে তিনি দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই আত্মহত্যার চেষ্টা চালান তিনি। 

তার ওই স্ট্যাটাস এক ব্যক্তির নজরে এলে তিনি ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। এ সময় ওই নারীকে দ্রুত শনাক্ত করার ব্যবস্থা নেওয়া হয়। এরপর স্থানীয় লোকজনসহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে কাউন্সিলিং করা হয়। পরিবারের সদস্যদেরও সতর্ক করে পুলিশ।

মানসিক হতাশা থেকেই পোস্ট করেছেন বলে জানান ওই নারী। পরবর্তীতে এ রকম ভুল হবে না বলেও জানান তিনি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত উদ্যোগ নেই। ওই নারীকে শনাক্ত করে তাকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে।  

সৈকত/তারা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়