ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজস্থানী মডেলে তৈরি হচ্ছে প্রতিমা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১২:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২২
রাজস্থানী মডেলে তৈরি হচ্ছে প্রতিমা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজস্থানী মডেলে তৈরি হচ্ছে একটি প্রতিমা। এই প্রতিমাটি জেলা শহরের হুজরাপুর এলাকার ‘গুড়িপাড়া ঝংকার সংঘ’মন্দিরে তৈরি করছেন মৃৎ শিল্পীরা। প্রতিমাটি একদম নতুন ডিজাইনের (পরিকল্পনার কাঠামো) বলে জানিয়েছেন শিল্পী আশিষ কুমার সিন্হা কংকন।

আশিষ কুমার বলেন, ‘প্রতিমাটি একদম নতুন ডিজাইনের। প্রত্যেকটি  প্রতিমার নাম থাকে, এটির নাম রাজস্থানী মডেল। দুর্গা, স্বরসতী, কার্তিক, লক্ষী, গনেশ দেবতার শরীরে যে  পোশাক পড়ানো হবে তার সবই রাজস্থানী। খুব সুক্ষ করে চিত্র কর্মগুলো ফুটিয়ে তোলা হচ্ছে।’ 

তিনি আরও বলেন,  ‘প্রতিমা তৈরিতে আমরা তিনজন কাজ করছি। ২০০৮ সাল থেকে এ মন্দিরে প্রতিমা তৈরির কাজ করি আমরা। প্রতি বছরই নতুন মডেলের ভিন্নরুপ নিয়ে প্রতিমা তৈরি করা হয় এখানে। এই মন্দিরের কর্ণধর অপূর্ব সরকার গত ১৪ বছর ধরে আমাদের দিয়ে প্রতিমা তৈরি করিয়ে নেন। দু-তিন দিনের মধ্যে মাটির কাজ শেষ হয়ে যাবে। এরপর রঙের কাজ শুরু হবে। প্রতিমাটি তৈরিতে খরচ পড়বে প্রায় ১ লাখ টাকা।’

গুড়িপাড়া ঝংকার সংঘ মন্দিরের কর্ণধর আপূর্ব সরকার বলেন, ‘দেবী দুর্গাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব দুর্গাপূজা।  প্রতি বছরই আমাদের মন্দিরে নতুন নতুন মডেলের প্রতিমা তৈরি করা হয়।  পূজার সময় হলেই এলাকায় আমাদের মন্দিরের প্রতিমা নিয়ে আলোচনা হয়।  প্রতিমা তৈরি হলে, আশপাশের মানুষ আমাদের মন্দিরে আসেন।  প্রতিমা দেখে খুবই খুশি হন দর্শনার্থীরা।  আমাদের মধ্যেও তখন অন্য রকমের ভালোলাগা কাজ করে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জেলার ১৪৫টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপন হবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৬০টি, শিবগঞ্জে ৪১টি, গোমস্তাপুরে ২৯টি, নাচোলে ১২টি এবং ভোলাহাট উপজেলায় ৩টি মণ্ডপে তৈরি হচ্ছে প্রতিমা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি বলেন, ‘গত বছর ১৪৩টি মণ্ডপে দুর্গোৎসব হয়েছে। এ বছর নতুন করে দুটি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে।  পূজা মণ্ডপগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। এছাড়াও প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এ বছরে প্রথমবারের মতো সবগুলো মন্দিরে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। আশা করছি প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠুভাবে পূজার আয়োজন করতে পারবো।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, ‘দুর্গোৎসবে আয়োজনে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক দায়িত্বে আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়াও তিন স্তরে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।’

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়