ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাহাড়ের পাঁচ নারী ফুটবলারকে বরণ করে নিলো গ্রামবাসী

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৯ সেপ্টেম্বর ২০২২  
পাহাড়ের পাঁচ নারী ফুটবলারকে বরণ করে নিলো গ্রামবাসী

সাফজয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলার রিতু পর্ণা চাকমা, রুপনা চাকমা, মনিকা চাকমা, আনুচিং ও আনাই মগিনীকে বরণ করে নিলো তাদের গ্রাম।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে ৫ নারী ফুটবলার চট্টগ্রাম থেকে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি এলাকায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন মগাছড়ি এলাকার শতশত পাহাড়ী গ্রামবাসী। এলাকার সাধারণ গ্রামবাসীরা তাদেরকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

এদিকে, তাদেরকে বরণ করতে সাধারণ গ্রামবাসীরা রাঙামাটির মূল সড়ক থেকে রিতুপর্নাদের বাড়ি পর্যন্ত কুপি জ্বালিয়ে পুরো এলাকা আলোকিত করে তুলেন।

রুপনা, রিতু পর্নারা তাদের প্রিয় মাতৃভূমিতে এসে তাদের সাফল্যের পিছনের মূল কারিগরদের কৃতজ্ঞতা জানাতে ভুলেননি।
তারা সাংবাদিকদের বলেন, আমাদের বীরসেন চাকমা, শান্তিমণি চাকমা স্যাররা না থাকলে এতদূর আসা সম্ভব হতো না। আমরা স্যারদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। 

রুপনারা বলেন, এলাকাবাসী যে আমাদেরকে এভাবে বরণ করে নিবে আমরা ভাবতেই পারিনি। আমরা অত্যন্ত খুশী।

এদিকে, আজ (বৃহস্পতিবার) বিকেল চারটায় রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে ৫ নারী ফুটবলাকে সংবর্ধনা দিতে যাচ্ছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি জেলা প্রশাসন।

বিজয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়