ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৮ অক্টোবর ২০২২   আপডেট: ২১:৪২, ৮ অক্টোবর ২০২২
বজ্রপাতে বাবা নিহত, ছেলে আহত

ফাইল ফটো

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. আক্কাস মিয়া (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে আরকান (১৪) আহত হয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস মিয়া সুলতান নগর গ্রামের কাছুম আলীর ছেলে।

আরো পড়ুন:

জানা গেছে, বিকেলে আক্কাস আলী ছেলেকে সঙ্গে নিয়ে জমিতে ঘাস তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্কাস মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আরকার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গুনধর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু ছায়েম রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে কৃষক আক্কাস মিয়া মারা গেছেন। এ ঘটনায় আহতাবস্থায় তার ছেলে আরকান কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছে।’

রুমন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়