ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনার গণসমাবেশে বিএনপি মিথ্যাচার করেছে : আ.লীগ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৩ অক্টোবর ২০২২  
খুলনার গণসমাবেশে বিএনপি মিথ্যাচার করেছে : আ.লীগ 

‘খুলনার গণসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা নির্লজ্জ মিথ্যাচার ও উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে শহরে প্রবেশ করে আতঙ্ক ও সন্ত্রাস সৃষ্টি করেছিল। অথচ বিএনপি নেতারা সমাবেশে আসতে পথে পথে বাধা দেওয়া হয়েছে বলে মিথ্যাচার করেছেন।’  

রোববার (২৩ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে বিএনপির ‘মিথ্যাচার, সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার’ প্রতিবাদে সংবাদ সম্মেলনে মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতারা এ অভিযোগ করেন। 

লিখিত বক্তৃতায় খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেন, ‘শনিবারের গণসমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবৎ খুলনা ও এর আশপাশ অঞ্চলে সাধারণ মানুষের ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়। এতে জনগণ ছিল উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে। এরমধ্যে খুলনা বিভাগের ১০ জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই সমাবেশে যোগ দেয়। তাদের পথে কোথাও বাধা দেওয়া হয়নি। তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় তারা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে ও সহিংস কার্যকলাপ চালায়। এই সমাবেশের আগে এ অঞ্চলের মালিক-শ্রমিকরা নিরাপত্তার স্বার্থে এবং তাদের কিছু দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন পরিবহন বন্ধ রাখে। এর সঙ্গে সরকার বা আওয়ামী লীগের সম্পর্ক নেই।’ 

তিনি বলেন, ‘বিএনপির মিথ্যা অভিযোগ, উস্কানি ও নানা উচ্ছৃংখল আচরণের মুখে পুলিশ ও আইনশৃংখলা বাহিনী এবং আওয়ামী লীগ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। তাদের ফাঁদে পা দেয়নি। অবশেষে বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় এটাই প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। বিরোধীপক্ষকে সভা সমাবেশ করতে দেয়।’ 

শেখ হারুনুর রশীদ বলেন বলেন, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা রাষ্ট্রদোহী অনেক বক্তব্য দিয়েছেন। মূলত বিএনপি গণতান্ত্রিক দল নয়। তাদের জন্ম সেনানিবাসে, তৃণমূল পর্যায়ের মানুষ তাদের পছন্দ করে না। বিগত নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল। তারা ১০টি আসনও পায়নি। অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখল করতে চায়। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনে-হিচড়ে নামানোর ক্ষমতা বিএনপির নেই। 

তিনি বলেন, বিএনপি একটি সাম্প্রদায়িক দল। তাদের আমলে সংখ্যালঘু মানুষ কখনো নিরাপদে ছিল না, কখনো থাকবেও না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন কামরুজ্জামান জামাল, আখতারুজ্জামান বাবু এমপি, শ্যামল সিংহ রায়, আশরাফুল ইসলাম, সৈয়দ আলী, সফিকুর রহমান পলাশ, ফারুক হাসান হিটলু, আসাদুজ্জামান রাসেল প্রমুখ। 
 

নুরুজ্জামান/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়