ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুগন্ধা ও বিষখালী নদীতে মিলছে ছোট-বড় ইলিশ 

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৯ অক্টোবর ২০২২   আপডেট: ১৩:৪৬, ২৯ অক্টোবর ২০২২
সুগন্ধা ও বিষখালী নদীতে মিলছে ছোট-বড় ইলিশ 

২২ দিন বন্ধ থাকার পরে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরতে শুরু করেছেন ঝালকাঠির জেলেরা। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাত থেকে জেলেরা নদীতে জাল ফেলে ইলিশ ধরছেন। এতে কর্মচাঞ্চল্যতা ফিরেছে জেলে পল্লীগুলোতে।

এদিকে নদীতে ছোট বড় সব ধরনের ইলিশ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন জেলেরা। তারা ঝালকাঠি শহরের চাঁদকাঠি মাছ বাজার ও শহরের বড় মাছ বাজার এসব মাছ বিক্রি করছেন। এই দুই বাজারে এক কেজি ওজনের ইশিল মাছ ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।  

রিপন মালো নামের স্থানীয় এক জেলে বলেন, ‘নিষেধাজ্ঞার সময় আমরা ইলিশ ধরা বন্ধ রাখি। গতকাল মধ্যরাত থেকে নদীতে মাছ ধরতে শুরু করেছি। এবার আশা করছি বেশি ইলিশ পাওয়া যাবে।’

ঝালকাঠি বড় মাছ বাজারে আসা ক্রেতা ফেরদৌস হোসেন বলেন, ‘২২ দিন পর আজ বাজারে ইলিশ মাছ উঠেছে। আমি এক কেজি ইলিশ কিনেছি ১ হাজার ৫০০ টাকায়। দামটা অনেক বেশি। আশা করছি খুব তাড়াতাড়ি মাছের দাম কমে যাবে।’

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ‘নিষেধাজ্ঞা চলাকালে নদীতে যাতে কেউ মাছ ধরতে না পারে সেজন্য আমরা কাজ করেছি। ২২ দিনের অভিযানে ২০ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা আদায়, ২৯টি মামলা দায়ের করা হয়। এছাড়া ২৫টি নৌকা ও ৫ লাখ ৭২ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়।’ 

অলোক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়