চট্টগ্রাম বিভাগে ৪৪ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

সারাদেশের ১০০ সেতুর মধ্যে চট্টগ্রাম বিভাগের ৪৪টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ নভেম্বর) সকালে গণভবন থেকে চট্টগ্রামের পটিয়া উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী সেতুগুলো উদ্বোধন করেন।
আরো পড়ুন: সোমবার খাগড়াছড়ির ৪২ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এই বিভাগের ৪৪টি সেতুর মধ্যে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কালারপোল সেতু, রাঙ্গামাটির বরকল সেতু এবং খাগড়াছড়িতে রয়েছে ৪২টি সেতু ।
পটিয়ার কালারপোল সেতু এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পটিয়ার সাংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, বোয়ালখালীর সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সেক্রেটারি মফিজুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ প্রমুখ।
রেজাউল/ মাসুদ
আরো পড়ুন