ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিব খানের শুটিং বাড়িতে দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ১১ নভেম্বর ২০২২  
শাকিব খানের শুটিং বাড়িতে দুর্বৃত্তদের হামলা

চিত্রনায়ক শাকিব খানের গাজীপুরে পূবাইলের বাড়ি ‘জান্নাত’-এ হামলার ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে শাকিবের ঘনিষ্ঠসূত্র।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মধ্যরাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে হানা দেয় কয়েকজন দুর্বৃত্ত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের পূবাইল নায়ক শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি রয়েছে। বাড়িটির নাম ‘জান্নাত’। গতরাতে একদল দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, রাত ২ টার দিকে স্থানীয়রা খবর দিলে দুর্বৃত্তদের হানার ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম  ঘটনাস্থলে যায়। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এর সাথে ক্রা জড়িত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

উল্লেখ্য, শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি ‘জান্নাত’। গত কয়েক বছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে। তবে হামলার বিষয়ে এখনও কিছু জানাননি শাকিব খান।
 

/রেজাউল/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়