ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

 ৬ শতাধিক পরিবারের রাত কাটলো খোলা আকাশের নিচে

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৪ নভেম্বর ২০২২   আপডেট: ১৪:১২, ১৪ নভেম্বর ২০২২
 ৬ শতাধিক পরিবারের রাত কাটলো খোলা আকাশের নিচে

পটুয়াখালীর কুয়াকাটায় বেড়িবাঁধের বাইরে শতবছর ধরে বসবাসকারী ছয় শতাধিক পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রোববার ( ১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সংকর চন্দ্র বৈদ্য ও জেলা প্রশাসকের একটি টিম। 

এদিকে অভিযানে উচ্ছেদ হওয়া এসব মানুষ কোনো উপায়ন্ত না পেয়ে সৈকতের খোলা মাঠে নির্ঘুত রাত কাটিয়েছেন। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দিনভর কুয়াকাটা পৌর শহরের ৭, ৮ ও ৯ ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের যায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বসতবাড়ি উচ্ছেদের পর এসব পরিবার অনেকটা অসহায় হয়ে পড়েন। পরে প্রতিটি পরিবার খোলা আকাশের নিচে তাবু কিংবা মশারি টাঙিয়ে রাত কাটান। কেউবা আবার চৌকি পেতে স্বজনদের ঘুম পাড়িয়ে কাটিয়েছেন নির্ঘুত রাত। বর্তমানে এসব পরিবারগুলো মাথা গোঁজার ঠাই খুজে বেড়াচ্ছেন। তারা সরকারের কাছে পুর্নবাসনের দাবি জানিয়েছেন।

পাঞ্জুপাড়া গ্রামের আবু বক্কর বলেন, ‘আমাদের থাকার কোনো জায়গা নেই। যার কারণে রাতভর তাবু টাঙিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে নির্ঘুম রাত কাটিয়েছি।’ 

একই এলাকার অপর বাসিন্দা মর্জিনা বেগম বলেন, ‘ছেলে-মেয়েদের নিয়ে আমাদের যাওয়ার কোনো যায়গা নেই। তাই আমরা সরকারের কাছে পুনর্বাসন চাই। পুনর্বাসন না করলে আমাদের খোলা আকাশের নিচেই আমাদের থাকতে হবে। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, ‘উচ্ছেদ হওয়া মানুষদের মধ্যে যারা ভ‚মিহীন তাদের যাছাই বাছাই করে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।’ 

ইমরান/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়