ঢাকা     বুধবার   ২২ মার্চ ২০২৩ ||  চৈত্র ৯ ১৪২৯

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মাদক কারবারি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৩ নভেম্বর ২০২২  
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মাদক কারবারি গ্রেপ্তার 

চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া মাদক কারবারি হানিফকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই সময় তার সঙ্গে থাকা পুলিশের উপর হামলার নেতৃত্বদানকারী হানিফের ভাই ইয়াসিনকেও গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২২ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ড এলাকার একটি বাস থেকে এই দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এছাড়া পৃথক অভিযানে আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি মাঈনুর জানান, গত শনিবার রাতে চান্দগাঁও থানা এলাকার চিহ্নিত মাদক কারবারি হানিফকে গ্রেপ্তার করে কালুরঘাট পুলিশ ফাঁড়ির দল। গ্রেপ্তারের পর এই আসামিকে ফাঁড়িতে নিয়ে আসা হলে হানিফের ভাই ইয়াসিনসহ ২০/২৫ জন সহযোগী ফাঁড়িতে হামলা চালায়। তারা আসামি হানিফকে ছিনিয়ে নিয়ে যায়। এই সময় ফাঁড়ির ইনচার্জের ওয়াকিটকিও ছিনতাই করে দুর্বৃত্তরা। 

তিনি আরও জানান, এই ঘটনায় ফাঁড়ির ইনচার্জ (এসআই) শরীফ রোকনুজ্জামান বাদী হয়ে ২২৪ জনকে আসামি করে একটি মামলা করেন। সর্বশেষ মঙ্গলবার রাতে ফাঁড়ি থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী হানিফকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া আসামি ছিনতাইয়ের ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়