ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুলিশের ধাওয়ায় নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ, দুই কনস্টেবল বরখাস্ত

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ২৪ নভেম্বর ২০২২  
পুলিশের ধাওয়ায় নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ, দুই কনস্টেবল বরখাস্ত

নোমানকে উদ্ধারে অভিযান চলছে

ভোলায় জুয়া খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দিয়ে মো. নোমান হোসেন (২৭) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। দুই কনস্টেবল হলেন- মো. রাসেল ও সজিব। নোমান দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালাম ব্যাপারীর ছেলে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মেঘনা নদীর তীরে জুয়া খেলছিলেন নোমানসহ কয়েকজন যুবক। ওই সময় দৌলতখান থানার এসআই স্বরূপ কান্তি পালের নেতৃত্বে পুলিশ কনস্টেবল রাসেল ও সজীব তাদের ধাওয়া করে। এসময় কয়েকজন জুয়াড়ি নদীতে ঝাঁপ দেন। পুলিশ চলে গেলে সবাই নদী থেকে উঠে এলেও নোমান নিখোঁজ হন।

দৌলতখান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শাহাদাত হোসেন বলেন, ‘বিকেল থেকে ডুবুরি দল নোমানকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান (প্রশাসন ও অর্থ) বলেন, ‘এ ঘটনায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

মনজুর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়