ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আগুন

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৫ নভেম্বর ২০২২  
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আগুন

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে অগ্নিকাণ্ডে পরিত্যক্ত বেড, চেয়ারসহ আসবাবপত্র পুড়ে গেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

বগুড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।  

স্থানীয় লোকজন জানান, দুপুরের দিকে হঠাৎ করে মেডিসিন বিভাগের সামনে থেকে ধোঁয়া উঠতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে রাখা পরিত্যক্ত জিনিসপত্রে আগুন ধরে যায়। এসময় হাসপাতালের রোগীরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিক আমিন কাজল বলেন, মেডিসিন বিভাগের সামনে পরিত্যক্ত চেয়ার, টেবিল, বেড এবং আনুষঙ্গিক জিনিসপত্রে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন দশ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

এনাম

সর্বশেষ

পাঠকপ্রিয়