ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দেওয়া রিমন পাস করেছে

কুমিল্লা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ২৮ নভেম্বর ২০২২   আপডেট: ১৯:১৩, ২৮ নভেম্বর ২০২২
কারাগারে বসে এসএসসি পরীক্ষা দেওয়া রিমন পাস করেছে

ফাইল ফটো

কুমিল্লা কারাগার থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা রিমন আহমেদ পাস করেছে। কারাগারে থাকা অবস্থাতেই পরীক্ষার ফল ঘোষণা করা হয়। সে জিপিএ-৩.৬১ পেয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।

কারা সূত্রে জানা গেছে, রিমন জেলার বরুড়া উপজেলার কাদুটি হাইস্কুলের শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার ফরম পূরণের পরই একটি মামলায় সে কারাগারে আসে। পরে কারাগার থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে তার পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অনুমতি চায় কারা কর্তৃপক্ষ। পরীক্ষা নিয়ন্ত্রকের সম্মতিতে তার পরীক্ষা নেওয়া হয়। অন্যসব স্কুলের ন্যায় কারাগারে একজন শিক্ষক তার পরীক্ষা নেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, ‘রিমন আহমেদ নামের ওই শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষার আগেই সে কারাগারে আসে। পরে আমাদের পরীক্ষার কথা জানালে তার পড়াশোনার ব্যবস্থা করে দেই। ভালো ফলাফল করায় তার জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছে।’

রুবেল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়