ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে: কাদের

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৬:৪১, ৮ ডিসেম্বর ২০২২
আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে: কাদের

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে বিজয়ের মাসে, খেলা হবে ফুটবল বিশ্বকাপে, এখন হচ্ছে  রাজনীতির মাঠে। কুমিল্লার মানুষ খেলতে প্রস্তুত।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ-সম্প্রদায়িকের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা সরকার আবারও দরকার। দুনীতি বিরুদ্ধে খেলা হবে। যারা দেশে ভুয়া ভোটার তৈরি করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে।

আরো পড়ুন:

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে প্রস্তুত থাকুন, আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমরা হাই স্কুলে মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এ সব কথা বলেন সম্মেলন উদ্ধোধক ওবায়াদুল কাদের।

এর আগে সকাল ১০টা থেকে কুমিল্লার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেত হতে থাকে। পরে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দলীয় সংগীত পরিবেশনের পরে স্থানীয় ও জেলার নেতারা বক্তব্য রাখেন।

দুপুরে ২টায় ত্রি-বাষিক সম্মেলন উদ্ধোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

অনুষ্ঠানে সভাপতিত্বে করছেন অর্থমন্ত্রী আ. হ. ম মুস্তফা কামাল। ত্রি-বার্ষিক সম্মেলন পরিচালনা করছেন কুমিল্লা দক্ষিণ জেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামসহ নেতারা।

২০১৬ সালে ২৩ জুলাই সর্বশেষ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেই সময় আ হ ম মুস্তফা কামালকে সভাপতি এবং মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়