ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভৈরব নদে বিজয় দিবস নৌকা বাইচ অনুষ্ঠিত

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৪ ডিসেম্বর ২০২২  
ভৈরব নদে বিজয় দিবস নৌকা বাইচ অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরের ভৈরব নদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

নৌকা বাইচ দেখতে মঙ্গলবার বিকেল থেকেই ভৈরব নদের দু’পাড়ে জড়ো হতে থাকেন প্রচুর সংখ্যক মানুষ। 

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন, বারদী ইউনিয়ন, আমদাহ ইউনিয়ন, বুড়িপোতা ইউনিয়ন ও কুতুবপুর ইউনিয়ন নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে পিরোজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন, বারদী ইউনিয়ন রানার আপ হয়েছে। পরে বিয়জীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রাফিউল আলম ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মুকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। 

মহাসিন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়