ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আনসার সদস্যদের বেঁধে বন্দুক ও গুলি ছিনতাই

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৭ ডিসেম্বর ২০২২  
আনসার সদস্যদের বেঁধে বন্দুক ও গুলি ছিনতাই

নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি ক্যাম্পের সামনে হামলা চালিয়ে বাহিনীটির সদস্যদের কাছ থেকে দুটি শর্টগান এবং ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী আনসার ক্যাম্পের সার্কেল এডজুটেন্ট আমির হামজা।

এর আগে, গতকাল সোমবার রাতে সদর উপজেলার বড়বাজার এলাকার বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। 
এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি, পিবিআই ও নরসিংদী জেলা পুলিশ।  

ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদী বড় বাজার এলাকায় একইসঙ্গে চারজন আনসার সদস্য ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। ওই সময় পেছন থেকে ১০ থেকে ১২ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে আনসার সদস্যদের ওপর হামলা চালায়। এসময় ভয় পেয়ে দুই আনসার সদস্য দৌঁড়ে চলে গেলেও বাকি দু’জনকে রশি দিয়ে বেঁধে রাখে দুর্বৃত্তরা। পরে আনসার সদস্যদের কাছে থাকা দুটি শর্টগান এবং ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

নরসিংদী আনসার ক্যাম্পের সার্কেল এডজুটেন্ট আমির হামজা জানান, লুটের বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, এ বিষয়ে তদন্ত চলছে। এখনো কোনো মামলা হয়নি।

হৃদয়/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়